Friday, January 21, 2022

স্কুল-কলেজ খোলার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা


নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে স্কুল কলেজে পুণরায় পঠন-পাঠন চালু করার দাবিতে দায়ের হল জনস্বার্থ মামলা৷ স্কুল কলেজ খুলতে সরকার কি পদক্ষেপ গ্রহণ করছে তা জানতে বুধবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সায়ন ব্যানার্জী৷ 

আদালত মামলাটি গ্রহণ করেছে৷ এই মামলায় উল্লেখ করা হয়েছে, কোভিড প্যান্ডামিকে সাগর মেলা কিংবা অন্যান্য উৎসব অনুষ্ঠান হতে পারে তাহলে স্বাস্থ্যবিধি মেনে পাঠশালা খোলা যাবে না কেনো? 

প্রসঙ্গত করোনা প্রকোপের জেরে ২০২০ সালের ২৪ শে মার্চ সারা দেশ জুড়ে লকডাউন ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ লকডাউনের জেরে বন্ধ হয়েছে পঠন-পাঠন৷ কিন্তু কয়েক মাসে বাদে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ৫০ শতাংশ উপস্থিতিতে খুলতে থাকে অফিস-কাছারি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান৷ ধীরে-ধীরে কর্মস্থলে ফিরতে শুরু করে সাধরণ মানুষ৷ 

সেইমত অন্যান্য রাজ্যে স্কুল কলেজ খুললেও এই রাজ্যে বন্ধ থাকে পঠন-পাঠন৷ গত বছর নভেম্বর মাসে নবম  থেকে দ্বাদশ শ্রেণী তথা কলেজ খোলার ঘোষণা করে তৃণমূল সরকার৷ কিন্তু ডিসেম্বর মাসে সংক্রমণ বৃদ্ধি পেতেই পানশালা, উৎসব, মেলা থেকে শুরু করে অফিসে ৫০ শতাংশ হাজিরায় ছাড় দিয়ে পুনরায় পাঠশালা বন্ধ রাখার ঘোষণা করে রাজ্য সরকার৷ 

এই নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, দু'বছর ধরে স্কুল-কলেজ বন্ধ থাকায় মানষিকভাবে বিপর্যস্ত ছাত্র-ছাত্রীরা৷ তিনি সরকারকে বিঁধে বলেন, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাভাবনা নেই সরকারে৷ 

অন্যদিকে জনস্বার্থ মামলায় বলা হয়েছে লকডাউনের প্রথমদিন থেকে প্রাথমিক স্কুলে তালা বন্ধ৷ প্রতিদিন স্কুল ছুটের সংখ্যা বাড়ছে৷ তার কোনো খোঁজ খবর নেই সরকারের কাছে৷ স্কুল ছুটদের পুনরায় স্কুলে ফিরিয়ে আনতে হবে৷ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারকে৷ এমনকি প্রাথমিকের পড়ুয়াদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের যোগাযোগ বিছিন্ন৷ 

আনলাইন পড়াশুনা নিয়ে মামলায় বলা হয়েছে, ডিজিটাল বিভাজন করা হয়েছে৷ শিক্ষা আইনে বলা আছে সবার জন্য ফ্রী শিক্ষা৷ কিন্তু অনলাইন পড়াশুনা করতে গেলে স্মার্ট ফোন, ল্যাপটপ সহ হাইস্পিড ইন্টারনেটের প্রয়োজন৷ এই তিনটে সরঞ্জাম নিয়ে চলতে হলে টাকার প্রয়োজন৷ তাহলে ই-লার্নিং সম্ভব৷ যা সবার পক্ষে সম্ভব নয়৷ এদিকে যেভাবে ডেটা প্যকের দাম বেড়েছে তার খরচ পরিবার কি ভাবে বহন করবে৷ 

মামলাকারীর বক্তব্য, স্কুল-কলেজ খোলা নিয়ে কেন উদ্যোগ গ্রহণ করবেনা রাজ্য সরকার।

No comments:

Post a Comment