নিজস্ব প্রতিনিধিঃ নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। বীজপুর থানার কাঁচরাপাড়ার বেল ইনষ্টিটিউটের ঘটনা। আক্রান্ত বিজেপির তিন কর্মী। যদিও অভিযোগের দায় স্বীকার করেনি তৃনমূল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৩ জানুয়ারি রেলের ওই প্রেক্ষাগৃহে নাগরিক সমাজের পক্ষ থেকে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসী। ওই দিন তারা দুপুরে খাওয়ার আয়োজন রেখেছিল।
অনুষ্ঠান চলাকালীন একদল দুষ্কৃতী বাইকে করে এসে আচমকা হামলা চালায়। শুরু হয় মারধর। মহিলাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ থেকে কটুক্তিও করা হয়। উপস্থিত বিজেপির কাঁচরাপাড়া মন্ডলের আহ্বায়ক শৈলেন্দ্র সিং সহ বিজেপি কর্মী তাপস ঘোষ ও সানি সিংকে বেধড়ক মারে দুষ্কৃতীরা।
আহত অবস্থায় বিজেপির আহ্বায়ক শৈলেন্দ্র সিং বর্তমানে কল্যানীর এক হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে বীজপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনা নিয়ে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।
No comments:
Post a Comment