নিজস্ব প্রতিনিধিঃ করোনা কাল তার সঙ্গে লকডাউন চলছে। পাশাপাশি ভোটের ফল পরবর্তী রাজনৈতিক হিংসাও সমান তালে পাল্লা দিয়ে বেড়েছে। সদ্য পরাজিত বিরোধী কর্মীদের মতে প্রতিহিংসার রাজনীতির আঁচ এবার নৈহাটিতে এসে পরল। কি না শুক্রবার সকালে নৈহাটিতে বিজেপির দুটি পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। যদিও বিজেপি নেতৃত্ব আড়ালে থেকেই বিষয়টি হজম করে নিলো। বাঁধা দেওয়ার কেউ নেই। এই মুহুর্তে বিজেপির মন্ডল নেতারা গর্তে লুকিয়ে।
সূত্র জানাচ্ছে, নৈহাটির গরুরফাঁড়ির কাছে আর,বি,সি রোডের পাশে ও ৪ নম্বর ওয়ার্ডে প্যাটারসন রোডে বিজেপির কার্যালয় জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সূত্রের দাবি, প্রথমটি রেলের জমিতে ছিল। দ্বিতীয়টি রাস্তার পাশে ফুটপাতের ওপর নির্মিত হয়েছিল। যদিও ওই স্হানে একই লাইনে তৃনমূল কংগ্রেসের একটি কার্যালয় রয়েছে।
এই ঘটনা নিয়ে গরিফার এক বিজেপি কর্মী বলেন, দল শিক্ষিত, মার্জিত ভালো মুখগুলোকে দূরে সরিয়ে মন্ডল কমিটিতে লুম্পেন, তোলাবাজিতে যুক্তদের জায়গা দিয়েছিল। তার ফলতো এখন আমাদের ভুগতে হচ্ছে। তবে তিনি এভাবে দলীয় কার্যালয় ভাঙার নিন্দা করলেন। যুবমোর্চার সদস্য চিরঞ্জীব সিং জানালেন, কোনো নেতৃত্বের দেখা মেলেনি। প্রার্থী তথা রাজ্যের নেত্রী ফাল্গুনী পাত্রকে তক্ষনাৎ জানানো হয়। তিনি নীরব থেকেছেন।
No comments:
Post a Comment