Sunday, May 9, 2021

বরানগরে আগ্নেয়াস্ত্র-কার্তুজ সহ ধৃত দুষ্কৃতী

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ বরানগরে আগ্নেয়াস্ত্র-সহ পুলিশের জালে এক দুষ্কৃতী। শনিবার রাতে বিদ্যায়তন সরনী থেকে আজাদ আলি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বরানগর থানার পুলিশ। ধৃত আজাদের বাড়ি বরানগরের বারুই পাড়া লেনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খুব জোরে বাইক চালিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে যায় ওই যুবক। তাকে তোলার জন্য এগিয়ে গিয়ে তার পকেট থেকে পড়ে যাওয়া আগ্নেয়াস্ত্র স্থানীয়দের নজরে আসে। এরপর স্থানীয়রা আজাদকে আটকে রাখে। আজাদের পকেট থেকে একটি কার্তুজও পায় বাসিন্দারা। বরানগর থানার পুলিশ এসে আজাদ আলিকে গ্রেপ্তার করে। সেইসঙ্গে কার্তুজ-সহ আগ্নেয়াস্ত্রটি পুলিশ বাজেয়াপ্ত করেছে।

No comments:

Post a Comment