Friday, May 7, 2021

বিজেপি কর্মীদের বাড়িতে বোমাবাজি জগদ্দলের আতপুরে, ঘরছাড়া বহু

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ বৃহস্পতিবার গভীর রাতে জগদ্দল থানার আতপুর ভ্রাতৃ সংঘ ক্লাব সন্নিহিত বিজেপি কর্মীদের বাড়িতে বোমা মারার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, এক্সাইড পার্মানেন্ট মজদুর মোর্চা ইউনিয়নের সম্পাদক রজত মৈত্র ভোটের ফল ঘোষণার পর থেকেই বাড়িছাড়া। বাড়িতে তাঁর বৃদ্ধ বাবা-মা রয়েছেন। অভিযোগ, ওইদিন রাতে রজত বাবুর বাড়িতে তিনটে বোমা মারা হয়েছে। আতঙ্কে পরিবার। পাশেই বিজেপি কর্মী বাপন বণিকের বাড়িতে দুটো বোমা মারা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আতপুর তরফদার পাড়ায় জগদ্দল মন্ডল-১ এর যুব মোর্চার সভাপতি টুবাই মন্ডলের বাড়ির সামনে বোমাবাজি করেছে দুষ্কৃতীরা। তাছাড়া পেট্রোল পাম্প সংলগ্ন অগ্রদূত ক্লাবের সামনে এক বিজেপি কর্মীর বাড়ির সামনেও বোমা মারার অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, জয়ের উল্লাসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেছে বেছে তাদের দলীয় কর্মীদের বাড়িতে বোমা মারছে। 
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনায় দলের কেউ যুক্ত নেই। এসব দুষ্কৃতীদের কাজ। পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।

No comments:

Post a Comment