Monday, May 10, 2021

এবারও মন্ত্রীত্ব থেকে দূরে রইল ব্যারাকপুর

নিজস্ব প্রতিনিধিঃ এবারও মন্ত্রীত্ব থেকে দূরে রইল ব্যারাকপুর। রাজ্যে তৃতীয় বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃনমূল সরকার। বিশেষ করে বীজপুর থেকে বরানগর তৃনমূল ঝড়ে উড়ে গিয়েছে পদ্ম শিবির। সবেধন নীলমণি ভাটপাড়া বিধানসভায় একমাত্র বিজেপি জিতেছে। সাংসদ অর্জুন সিংয়ের গড়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে তৃনমূল আশাতীত ফল করেছে। ওদিকে খড়দা, পানিহাটি, কামারহাটি উঃ দমদম, দমদম, বরানগর একচেটিয়া জোড়াফুলের দখলে। একমাত্র পুরনো মন্ত্রীসভায় থেকে যাওয়া দমদমের বিধায়ক ব্রাত্য বসু এবারও মন্ত্রী হয়েছেন। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ গত বিধানসভায় মুখ্যসচেতকের পদে ছিলেন। এবার এখনো পর্যন্ত তাঁকে কোনো পদে নিয়ে আসা হয়নি। কামারহাটি পুনরায় জিতে সকলকে চমকে দিয়েছেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। কর্মীদের উচ্ছাস বিপুল। ভেবেছিল তাঁকে একটা মন্ত্রীত্ব দেওয়া হবে। কিন্তু তালিকায় মদন মিত্রের নাম না থাকায় হতাশ হতে হয়েছে। এবারে তৃতীয় তৃনমূল সরকারের নতুন মন্ত্রীদের মধ্যে ১৪ জন নতুন মুখ। কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চলে একজনও প্রতিমন্ত্রী হিসেবে ঠাঁই পায়নি। ঘাসফুল শিবিরের আশা ছিল, লোকসভায় পর্যদূস্ত হওয়া থেকে দলকে সাফল্যে তুলে নিয়ে যাওয়ার কারিগরদের মধ্যে থেকে অন্তত একজনকে মন্ত্রী করা হবে। কার্যত কর্মীদের মনের আশা আপাতত চেপেই রাখতে হচ্ছে। 
এই জেলায় বহু দিন বাদে এবারে মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষকে দল মন্ত্রীত্ব দেওয়ায় খুশি পুরনো সৈনিকরা। রথীন ঘোষ তৃনমূল জন্মের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যুব কংগ্রেসের একজন সৈনিক হিসেবে বহু আন্দোলনের সঙ্গী। টানা চার বারের বিধায়ক। রথীন ঘোষকে মন্ত্রী করে দল প্রাপ্য সম্মানটুকু দিল। খুশি মধ্যমগ্রামের মানুষ।

No comments:

Post a Comment