Tuesday, May 11, 2021

হন্যে হয়ে ঘুরেও মিলছে না ভ্যাকসিন, হতাশ শিল্পাঞ্চলের সংবাদ কর্মীরা

নিজস্ব প্রতিনিধিঃ বিরোধীদের ধরাশায়ী হয়ে তৃতীয়বার ক্ষমতায় মমতা সরকার। ফল ঘোষণার দিনই সাংবাদিকদের 'করোনা যোদ্ধা' স্বীকৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ করোনা ভ্যাকসিন পেতে হিমশিম খেতে হচ্ছে শিল্পাঞ্চলের সংবাদ কর্মীদের। রেজিস্ট্রেশন করিয়ে প্রথম ডোজের জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল কিংবা এক স্বাস্থ্য কেন্দ্র থেকে আরেক স্বাস্থ্য কেন্দ্রে ঘুরতে হচ্ছে সাংবাদিকদের। পরিচিতির খাতিরে পুর প্রশাসক সদস্যদের কাছে গিয়েও মিলছে শুকনো আশ্বাস। কেউ বলছেন, ফোন করে চলে আসুন হয়ে যাবে। কেউ বলছেন, চিন্তা নেই প্রথম ডোজের ভ্যাকসিন এলেই ফোন করে ডেকে নিচ্ছি। এমনই দশা করোনা যোদ্ধা খ্যাত শিল্পাঞ্চলের সংবাদ মাধ্যমের কর্মীদের। ভোটের গননার আগে বলা হয়েছিল ভ্যাকসিন ডোজ দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে শুধুমাত্র করোনা পরীক্ষা করে গননাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছিল।
 এরপরও মহকুমা তথ্য আধিকারীকের দপ্তর থেকে দু'দুবার ভ্যাকসিন না হওয়া সংবাদ কর্মীদের ফোন করে খবর নেওয়া হয়। এমনকি পুনরায় তাদের তথ্যও সংগ্রহ করে তারা। যদিও কবে মিলবে ভ্যাকসিন নির্দিষ্ট করে উত্তর কারো জানা নেই।

No comments:

Post a Comment