Monday, May 17, 2021

জগদ্দলের বকুল মোড়ে এন্তার বোমাবাজি দুষ্কৃতীদের

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ সোমবার সন্ধ্যা নামতেই দুষ্কৃতীদের তান্ডব জগদ্দলের বকুল মোড়ে। ঘটনাস্থল সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনের একেবারে সন্নিকটে। অভিযোগ, এদিন ভর সন্ধ্যেয়  ভাটপাড়া পুরসভার ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকা  পুরানীতলা থেকে বকুল মোড় পর্যন্ত এলোপাথাড়ি বোমাবাজি করে দুষ্কৃতীরা। বকুল মোড়ে দোকান ভাঙচুর করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, রুস্তম ঘুমটির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকা বোমাবাজি করে। ভুসি গোডাউনের সামনে একটি বাড়িতেও একাধিক বোমা মারে দুষ্কৃতীরা। বোমাবাজির পর ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশি উদাসীনতায় তীব্র ক্ষোভ বাসিন্দাদের।

No comments:

Post a Comment