Monday, May 24, 2021

নৈহাটির প্রাক্তন পৌরপ্রধান রমেশ হালদার বিধায়কের পাশে

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ বিধানসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রের ভাটপাড়া বাদে বাকি ৬ টি বিধানসভায় বিজেপি শূন্য। বিপর্যয় দেখে দিশেহারা তৃনমূল থেকে বিজেপিতে আসা গুটিকয়েক নেতা। কেউ কেউ তৃণমূলে ফিরতে মরীয়া। পরাজয়ের গ্লানি মুছতে দ্রুত অনেকেই নিজস্ব অফিস থেকে বিজেপির ব্যানার, পতাকা সরিয়ে ফেলেছেন। এমন ছবি নৈহাটির জান মহম্মদ ঘাট রোডেও দেখা গেছে। আঁচ ছিল। শেষে সোমবারই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে এলো। কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথি হওয়ার ইচ্ছা নিয়ে নৈহাটি পৌরসভায় হাজির সেই বিজেপি নেতা। যদিও তিনি পুরসভার প্রাক্তন পৌরপ্রধান। বিদায়ী বোর্ডের কাউন্সিলর। সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ এই নেতা রমেশ হালদার। নৈহাটির পুরপ্রশাসকের ঘরে বিধায়ক পার্থ ভৌমিকের পাশে বসে থাকার ছবি প্রকাশ্যে এসেছে। এরপরই সব জল্পনার অবসান ঘটলো। বিজেপি ছেড়ে তৃনমূলের পতাকা হাতে তুলে নিতে না দেখা গেলেও রহস্য একপ্রকার উধাও।

No comments:

Post a Comment