Monday, May 17, 2021

জগদ্দলের নতুন গ্রামে কয়েক লক্ষ টাকার সামগ্রী লুটে অভিযুক্তরা এখনো অধরা

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ জগদ্দল থানার ৩০ নম্বর ওয়ার্ডের নতুনগ্রামের বাসিন্দা বিজেপির জেলা কমিটির সদস্য সমীর দত্তের বাড়িতে কয়েক লক্ষ টাকার জিনিসপত্র লুটে অভিযুক্তরা এখনও অধরা। অভিযোগ, ভোটের ফল ঘোষণার দিন গভীর রাতে দুষ্কৃতীরা পিছনের দিকের দরজা ভেঙে লুঠপাট চালায়। হামলার ভয়ে কর্মস্হল আতপুর এক্সাইড ব্যাটারি কারখানায় ঢুকতে পারছেন না সমীর দত্ত। সমীর বাবুর স্ত্রী করুণা দত্তের অভিযোগ, দুষ্কৃতী তান্ডবের আশঙ্কায় ওইদিন বেলা থেকেই সপরিবারে বাড়িছাড়া। ওইদিন রাতে ২৫-৩০ জনের দুষ্কৃতী দল পিছনের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে রীতিমতো তান্ডব চালিয়েছে। হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাড়ির ভাড়াটিয়াকেও। পরদিন অর্থাৎ ৩ মে করুণা দেবী থানায় অভিযোগ দায়ের করেছেন।
 অভিযোগে তিনি উল্লেখ করেছেন,  ফ্রিজ, আলমারি, এসি, খাট, ডাইনিং টেবিল, একটি মোটর বাইক দুষ্কৃতীরা ভাঙচুর করেছে। টিভি, একটি  ডিভিডি ও তিনটে হাত ঘড়ি দুষ্কৃতীরা লুঠ করেছে। আলমারি থেকে নগদ ত্রিশ হাজার টাকা-সহ প্রায় নয় ভরি সোনার গহনা দুষ্কৃতীরা লুঠ করেছে। তার অভিযোগ, ঘটনার প্রতিবাদ জানিয়ে কেস করা সত্ত্বেও, দুষ্কৃতীদের পুলিশ এখনও পাকড়াও করতে পারেনি। ফের হামলার আশঙ্কায় পুত্র, পুত্রবধূ ও  নাতনিকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। লুঠপাটের ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব এলাকাবাসী।

No comments:

Post a Comment