Saturday, March 20, 2021

আগে জেলে ছিলেন এখন বেলে আছেন, মদন মিত্রকে কটাক্ষ বিজেপি প্রার্থী রাজু বন্ধ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ আগে জেলে ছিলেন। এখন বেলে আছেন। আবার ফের জেলে যাবেন। শনিবার বিকেলে স্থানীয় দুর্গা মন্দিরে পুজো দিয়ে কামারহাটি টিকলি ঘাট থেকে ভোট প্রচারে বেরিয়ে এভাবেই মদন মিত্রকে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। এদিনের বর্ণাঢ্য পদযাত্রায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মানুষ। প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভূমিপুত্র তথা বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, কামারহাটির মানুষ জেলখাটা আসামীকে একটাও ভোট দেবে না। 
দুর্নীতিবাজ লোককে একটাও ভোট নয়। প্রতিপক্ষ হেভিওয়েট তৃণমূল প্রার্থীকে পাত্তা দিতে নারাজ এই বিজেপি প্রার্থী। রাজুর কথায়, মানুষের এত আশীর্বাদ দিচ্ছে এবারে তার জিত নিশ্চিত।

No comments:

Post a Comment