Sunday, March 21, 2021
সৌরভ সিংকে পাশে নিয়ে প্রথম প্রচার জগদ্দলের বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্যের
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ ছুটির দিনটিকে প্রচারের প্রথমদিন হিসেবে বেছে নিলেন জগদ্দল কেন্দ্রের বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। বাড়ি লাগোয়া মন্ডলপাড়ার শিব মন্দিরে পুজো দিয়েই প্রচারে ঝাঁপিয়ে পড়লেন। এদিনই ভাটপাড়ার প্রাক্তন পুরপ্রধান তথা দাপুটে যুব নেতা সৌরভ সিং-কে সঙ্গে নিয়ে ৩৫ ও ৩০ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করলেন। প্রচারে বেরিয়ে তিনি অবন্তীপুর রাঙা ঠাকুর আশ্রমে গিয়ে শ্রী শ্রী রাঙা বাবার আশীর্বাদ নিলেন। প্রচার শেষে তিনি ৩০ নম্বর ওয়ার্ডের নতুনগ্রামে দলীয় কার্যালয়ে কার্যকর্তাদের সঙ্গে বৈঠকও সেরে নিলেন। এদিনের প্রচারে উপস্থিত ছিলেন ব্যারাকপুর জেলা কমিটির সদস্য সমীর দত্ত, বাপ্পা ভট্টাচার্য-সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্য বললেন, এখানে পানীয় জলের সমস্যা রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
-
চিত্ত ওঝাঃ ভোট আসলে এখন বামেদেরকে নৈহাটিতে কেউ গালাগাল দেয়না। কেননা বাম সংস্কৃতি গত দশ বছরে তলানিতে। পথ নাটক, সাংস্কৃতিক সমন্...
No comments:
Post a Comment