Monday, March 22, 2021

বন্ধ কারখানা খোলার কথা প্রচারে বেরিয়ে বললেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী চন্দ্রমনি শুক্লা

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ রাজনীতিতে একেবারে নবাগত। ছেলের হত্যা তাকে রাজনীতিতে টেনে এনেছে। প্রসঙ্গত, ২০২০ সালের ৪ অক্টোবর টিটাগড় থানার সামনে খুন হন আইনজীবী তথা বিজেপি নেতা মনীশ শুক্লা। ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী মনীশের পিতা চন্দ্রমনি শুক্লা রবিবার প্রচারের প্রথম দিনেই ঝড় তুললেন। ব্যারাকপুর আনন্দপুরী কালিমন্দিরে পুজো দিয়ে আনন্দপুরী খেলার মাঠ থেকে তিনি ভোট প্রচার শুরু করলেন। একেবারে দক্ষ রাজনীতিবিদের মতোই তিনি প্রচার চালালেন। সটান ঢুকে পড়লেন প্রাক্তন সাংসদ তড়িৎ তোপদারের বাড়িতেও।
 এদিন তিনি ৭ নম্বর ওয়ার্ড ও ২১ নম্বর ওয়ার্ড জুড়ে ভোট প্রচার করলেন। এদিন ভোট প্রচারে হাজির ছিলেন প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আঁশ, মন্ডল-১ সভানেত্রী জয়ন্তী পাল, রাজু সাউ, বিশাল যাদব-সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রচারে বেরিয়ে পেশায় চিকিৎসক চন্দ্রমনি শুক্লা বলেন, শিল্পাঞ্চল পুরো শেষ হয়ে গিয়েছে।
 ভোটে জিতে বেকার সমস্যা দূরীকরণে  বন্ধ কলকারখানাগুলো খোলার উদ্যোগ নিতে হবে। তারপর বাসিন্দাদের চাহিদা অনুযায়ী এলাকার উন্নয়ন করা হবে।

No comments:

Post a Comment