চিটফান্ডের টাকা ফেরতের দাবিতে ব্যারাকপুরে আন্দোলনে কংগ্রেস
-------------------------------------------
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ চিটফান্ডের টাকা ফেরতের দাবিতে পথে নামল কংগ্রেস। আমানতকারীদের টাকা ফেরতের দাবি জানিয়ে শুক্রবার দুপুরে ব্যারাকপুর স্টেশন থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত মিছিল করে কংগ্রেস। মিছিল শেষে তারা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন। এদিনের মিছিলে সামিল হয়েছিলেন উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের সহ-সভাপতি পরেশ সরকার, জেলার সাধারণ সম্পাদক বিপ্লব বিশ্বাস, ব্যারাকপুর শহর কংগ্রেসের সভাপতি শম্ভু দাস, কংগ্রেস নেতা শক্তি মৈত্র-সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের মিছিল প্রসঙ্গে কংগ্রেস নেতা পরেশ সরকার বলেন, আমানতকারীদের টাকা ফেরতের জন্য মুখ্যমন্ত্রীর তরফে কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু আমানতকারীরা টাকা ফেরত পায়নি। সেই টাকা ফেরতের দাবিতে দোষীদের শাস্তির দাবিতে এদিন ব্যারাকপুরে মিছিল করে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হল।
No comments:
Post a Comment