টিটাগড়ে তৃনমূল নেতা, প্রাক্তন কাউন্সিলর-সহ দেড়শো মহিলা বিজেপিতে যোগ দিলেন
-----------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর :- ভাঙন অব্যাহত ঘাসফুলে। শুক্রবার বেলায় টিটাগড়ে এক তৃনমূল নেতা, প্রাক্তন সিপিএম কাউন্সিলর-সহ দেড় শতাধিক মহিলা শুক্রবার বিজেপিতে যোগ দিলেন। তাদের হাতে গেরুয়া ঝান্ডা তুলে দিলেন সাংসদ অর্জুন সিং। এদিন তিনি সি ই এস সি-কে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, তৃনমূলের সঙ্গে হাত মিলিয়ে যেভাবে বহু শ্রমিক ছাঁটাই করেছেন। তা মেনে নেওয়া যায় না। তবে বিজেপি ক্ষমতায় আসলে ছাঁটাই হওয়া শ্রমিককে ফের কাজে নিতেই হবে। এদিন সাংসদ অর্জুন সিং বলেন, শিল্পের জমিতে শিল্প হবে। এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল সরকার। কিন্তু পরবর্তীকালে দেখা গেল শিল্পের জমিতে বড় বড় আবাসন গড়ে উঠেছে। এদিনের সভায় হাজির ছিলেন বিধায়ক শীলভদ্র দত্ত, ব্যারাকপুর জেলার সভাপতি রবীন ভট্টাচার্য, জেলার মহিলা মোর্চার সভানেত্রী অপর্ণা বল, মনীশ শুক্লার পিতা চন্দ্রমনি শুক্লা-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
No comments:
Post a Comment