Sunday, January 10, 2021

পুলিশ সরে গেলে তৃণমূলের ঝান্ডা ধরার কেউ থাকবে না দাবি অর্জুনের
-----------------------------------------

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ পুলিশ-গুন্ডা মিলে দিদিমণিকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু পুলিশ সরে গেলে তৃণমূলের ঝান্ডা ধরার কেউ থাকবে না। শনিবার সকালে কাঁকিনাড়ায় চায়ে পে চর্চা অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন সাংসদ অর্জুন সিং। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এদিন তিনি বললেন, সাংসদ, মন্ত্রী ও বিধায়কদের তো স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন নেই। দিদিমণি হয়তো বুঝেই গিয়েছেন, তিনি আর সরকারে থাকবেন না। তাই নিজের চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী কার্ড করে রাখলেন। তৃণমূলকে কড়া আক্রমণ শানিয়ে তিনি বলেন, তৃনমূলের ডান-বামের লড়াইয়ের বলি হচ্ছেন সাধারণ মানুষ। এদিনের চায়ে পে চর্চা অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুর সংগঠনিক জেলার সভাপতি রবীন ভট্টাচার্য, জেলার সহ-সভাপতি বিমল কৃষ্ণ ভাওয়াল, ভাটপাড়া মন্ডল-১,২ ও ৩ যথাক্রমে সন্তোষ পান্ডা, বিশ্বজিৎ মিশ্র ও মহেশ সাউ, ব্যারাকপুর জেলার ওবিসি মোর্চার সম্পাদক গোপাল সাউ, নৈহাটি গ্রামীন মন্ডল-৩ এর পর্যবেক্ষক সন্তোষ রায়, অজিত সাউ, অরুন সাউ, দীপক সাউ প্রমুখ।

No comments:

Post a Comment