Tuesday, January 12, 2021

নোয়াপাড়ার গারুলিয়া বাঁশবাগান এলাকায় বোমাবাজি ঘিরে আতঙ্ক


নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ শান্তিপূর্ন এলাকায় বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া থানার গারুলিয়া বাঁশবাগান এলাকায়। সোমবার গভীর রাতে বোমাবাজির জেরে আতঙ্কিত বাসিন্দারা। স্থানীয় জুলি চৌধুরীর বাড়ির দরজার সামনে এবং রাস্তার ওপর পরপর দুটো বোমা মারা হয়। বোমার শব্দে ঘুম ভেঙে বাসিন্দারা বাইরে বেরিয়ে দেখেন, চারিদিকে ধোঁয়ায় পূর্ণ। আতঙ্কিত মাঝবয়সী জুলি চৌধুরী বলেন, কেন বোমা মারল, তা বুঝতে পারলাম না। তবে বোমার ঘটনায় সকলে ভীত ও সন্ত্রস্ত। কে বা কারা এই বোমাবাজির ঘটনায় জড়িত তা পুলিশ তদন্ত করে দেখছে। 
স্থানীয় বিধায়ক সুনীল সিং বলেন, বাঁশবাগান অঞ্চল খুব শান্তপ্রিয়। সেখানে বোমাবাজির ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশের উচিত অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা। বিধায়ক জানান, শাসকদল ও পুলিশের অত্যাচারের বিরুদ্ধে আগামী ১৬ জানুয়ারি বিকেলে থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment