Tuesday, January 12, 2021

পুরনো নাম পাল্টে জননেতা আবুদার নামে রাস্তা কাঁচরাপাড়ায়

নিজস্ব প্রতিনিধিঃ জীবনে যারে দেওনি মালা মরনে দিতে এলে ফুল। ঠিক যেন সেই ছবি ফুটে উঠল বীজপুরের কাঁচরাপাড়ায়। তাও কিনা অতি পরিচিত নাম মুছে জননেতার নামে রাস্তার উদ্বোধন। শুধুমাত্র তোরনে নাম লিখে দিয়ে সীমাবদ্ধ নয়তো? পোষ্টাল ঠিকানায় আদৌ পরিবর্তন হয়েছে কিনা প্রশ্ন বাসিন্দাদের। সোমবার কাঁচরাপাড়া পুরসভার উদ্যোগে থানার মোড় থেকে আরপি স্কুল পর্যন্ত অশোক মিত্র রোডের নাম পরিবর্তন করে প্রায়ত মৃণাল কান্তি (আবুদা) সরনি করা হয়৷ এদিন রাস্তার অনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ দিনেশ ত্রিবেদী৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ও কাঁচরাপাড়ার পুরপ্রশাসক সুদামা রায়৷ স্বামীজী ১৫৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে রাস্তা উদ্বোধন ক‌রে দিনেশ ত্রিবেদী বলেন, মৃনাল সিংহ রায় একজন জননেতা ছিলেন৷ তিনি দল বিচার না করে মানুষের কাজ করতেন৷ মানুষের কাজ করতে গেলে কোনো পদের প্রয়োজন হয় না৷ স্মৃতি স্মরণ করে তিনি আরো বলেন, আবুদার কোনো দেহরক্ষী ছিলনা৷ সাধরণ মানুষই তাঁর রক্ষী ছিল৷ 
এই অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই ভিড় জমিয়েছিল দলীয়কর্মীরা৷ তাঁর জেরে দীর্ঘক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে ব্যস্ততম ওয়ার্কশপ রোড৷ এদিকে অতি প্রাচীন এই রাস্তার নাম বদলে আগেই আপত্তি জানিয়ে ছিল বামেরা। সিপিএম-র পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পুরপ্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল। এমনকি মহকুমা শাসককেও রাস্তার নাম না বদলানোর জন্য তারা চিঠি দিয়েছিল।

No comments:

Post a Comment