শোভাযাত্রা শেষে টিটাগড় থানার কাছে এক সভায় তৃনমূলকে হুঁশিয়ারি দিয়ে দক্ষিণবঙ্গের সম্পাদক উত্তম অধিকারী বলেন, বাংলায় পরিবর্তনের পরিবর্তন আসবেই। ধমকে-চমকে গেরুয়া ঝড় আটকে রাখা যাবে না। কার্যকর্তারা কেউ শাসকদলের চোখ রাঙানিকে ভয় পায় না। গেরুয়া ঝান্ডার ওপর আঘাত আসলে, কার্যকর্তারা কেউ হাত গুটিয়ে বসে থাকবে না।
Tuesday, January 12, 2021
যুব দিবসে বাংলায় লড়াইয়ের বার্তা হিন্দু জাগরন মঞ্চের
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ লড়াইয়ের জন্য প্রস্তুত ৩০ লক্ষ কার্যকর্তা। মঙ্গলবার বাইক শোভাযাত্রা থেকে এমনই দাবি হিন্দু জাগরণ মঞ্চের। জাতীয় যুব দিবসে হালিসহর ছাইগাদা মাঠ থেকে টিটাগড় থানা পর্যন্ত বিশাল বাইক শোভাযাত্রা করল হিন্দু জাগরণ মঞ্চ। এই বাইক যাত্রা থেকে শাসকদলকে হুঁশিয়ারি দিয়ে হিন্দু জাগরণ মঞ্চের নেতারা বার্তা দিলেন, ধমকে-চমকে গেরুয়া ঝড় রোখা যাবে না। বাংলায় পরিবর্তনের পরিবর্তন আসবেই। এদিনের শোভাযাত্রায় হাজির ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গের সম্পাদক উত্তম অধিকারী, ব্যারাকপুর জেলার সভাপতি ও সম্পাদক যথাক্রমে হংসরাজ সিং ও রোহিত সাউ, ভাটপাড়া মন্ডল-২ সভাপতি বিশ্বজিৎ মিশ্র। এছাড়া জাতীয় যুব দিবসে শোভাযাত্রায় অংশ নিলেন ভাটপাড়ার প্রাক্তন পুরপ্রধান সৌরভ সিং, বিদায়ী কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, দীপঙ্কর ভট্টাচার্য, বিশ্বজিৎ অধিকারী, শম্ভু অধিকারী-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটীতে আসছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কান্ডে নাগরিক আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
No comments:
Post a Comment