নিজস্ব প্রতিনিধিঃ দুর্নীতির আঁতুড় ঘর হালিশহর পুরসভা। বলছে হালিশহরবাসি! না তার আগেই প্রকাশ্যে জানিয়ে দিচ্ছেন পুরসভার একাংশের কাউন্সিলররা।
হালিশহর জুড়ে একাধিক পুকুর ভরাটের ঘটনায় জেরবার পুরসভা। এবার 'হাউজিং ফর অল' পুরসভার বাড়ি নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে।
বিশেষ করে পুরসভার হাফ ডজন আধিকারিকরাই নাকি স্ত্রী, শ্যালক, আত্মীয়-পরিজনের নামে পুরসভার বাড়ি বানিয়েছেন। যদিও তাঁরা প্রত্যেকেই বর্তমানে চাকরি থেকে অবসর নিয়েছেন।
সূত্র জানাচ্ছে, বাসুদেব বিশ্বাস ছিলেন পুরসভার ইঞ্জিনিয়ার। হালিশহরের ৬ নম্বর ওয়ার্ডে স্ত্রী'র নামে পুরসভা থেকে বাড়ি নিয়েছেন। তাঁর বাড়ি তৈরির জমিটি ঘিরেও বিতর্কের অভিযোগ রয়েছে। পুরসভার স্যানিটারী ইন্সপেক্টর পদে ছিলেন মানিক দাস। আজও সিপিএমের কমরেড। বাম আমলে পুরসভার সর্বেসর্বা ছিলেন। ২৩ নম্বর ওয়ার্ডে হাজিনগর গভঃর্মেন্ট কলোনী এলাকায় স্ত্রীর নামে পুরসভার বাড়ি তৈরি করিয়েছেন।
হালিশহর পুরসভার আরো এক ইঞ্জিনিয়ার দেবাংশু চৌধুরী। সূত্রের দাবি, ১ নম্বর ওয়ার্ডে শ্যালককে পুরসভার বাড়ি উপহার দিয়েছেন। এরকম বাড়ি তৈরির তালিকায় পুরসভার অবসরপ্রাপ্ত করনিক নীহার রঞ্জন রায়, বিনয় ভৌমিকের নাম রয়েছে।
এটা দিনের আলোর মতো পরিষ্কার পৌর এলাকায় গরীব মানুষের মাথায় ছাদ দেওয়ার দায়িত্বভার যাদের হাতে ছিল তারাই শাসকদলের নেতাদের সঙ্গে বোঝাপড়া করে সরকারি বাড়ি বাগিয়ে নিয়েছেন।
এই সকল গুনধরদের বাড়ির বিষয়টি এক কথায় স্বীকার করে নিয়েছেন কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস ওরফে শিবা। এদের পরিবার-পরিজনদের বাড়ি পাওয়া নিয়ে তাহলে পুরসভা কি অন্ধকারে ছিল প্রশ্ন করতেই কাউন্সিলরের জবাব, অন্ধকারে থাকার কথা নয়। যারা দায়িত্বে ছিলেন একমাত্র তারাই বলতে পারবেন। তিনি এও বললেন, দুর্নীতির বিষয়ে পুরপ্রধান ও সি আই সি'রা ভালো বলতে পারবেন।
No comments:
Post a Comment