Thursday, November 3, 2022

গরুপাচার, টেট কেলেঙ্কারি-সহ একাধিক ইস্যুতে জেরবার ঘাষফুলের কর্মীরা ব্যারাকপুরে লড়াকু ইমেজের নেতাকেই চায়

বিল্টু কাশ্যপঃ একদিকে বিরোধীদের সাঁড়াশি আক্রমন। অপরদিকে গরু-কয়লা পাচার,টেট কেলেঙ্কারি-সহ একাধিক ইস্যুতে জেরবার শাসকদল তৃণমূল কংগ্রেস। ঠিক এই মুহূর্তে দলের হাল ধরতে ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে নিচুতলার কর্মীরা চাইছেন লড়াকু ইমেজের নেতাকে। 

শুধু নিচুতলার কর্মীরাই নন, একশ্রেণীর নেতারাও চাইছেন দলকে চাঙ্গা রাখতে লড়াকু মনোভাবাপন্ন কোনও নেতাকে সামনের সারিতে আনা হোক। তাদের বক্তব্য, দমদম-ব্যারাকপুর সংগঠনিক জেলার গোটা অঞ্চল যিনি হাতের তালুর মতন চেনেন। রাত-বিরেতে আক্রান্ত কর্মীদের নির্ভয়ে পাশে দাঁড়াতে পারেন। 

'ডিসেম্বর বিল্পবে'র ডঙ্কা বাজবে (শাসকের ওপর আঘাত ) বেশ কয়েকদিন ধরেই এই সুর শোনা যাচ্ছে গেরুয়া শিবিরের নেতাদের কন্ঠে। এমত অবস্থায় 'ব্লক' কিংবা বিধানসভা স্তরের নেতাকে জেলার দ্বায়িত্ব সঁপে দিলে, তিনি কি পারবেন দলের হাল ফেরাতে ? এমনই প্রশ্ন তুলছেন ঘাসফুলের আদি কর্মীরা। শুধু তাই নয়,  এতবড় জেলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত দাপিয়ে বেড়ানো আদৌ কি সম্ভব হবে ব্লক কিংবা বিধানসভা স্তরের কোনও নেতার পক্ষে। 

সূত্র বলছে, কারও ইন্ধনে কেউ বাজারে লড়াকু ইমেজের নন, এমন নেতাদের নাম ভাসিয়ে দিচ্ছেন। এর পিছনে নিশ্চয়ই কোনও অভিসন্ধি আছে। সামনেই পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটের রেশ কাটতে না কাটতেই টাফ ফাইটের লোকসভা নির্বাচন। 

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন মাথায় রেখে ঘাসফুলের শীর্ষ নেতৃত্ব সবদিক বিচার করেই যোগ্য ব্যক্তির হাতে 'ব্যারাকপুর-দমদম' জেলার ব্যাটন তুলে দেবেন। ধোপেও টিকবে না বাজারে নাম ভাসিয়ে কাউকে খুশি করার প্রয়াস।

No comments:

Post a Comment