Wednesday, March 2, 2022

নিয়ম রক্ষার গননায় পাশ তৃনমূল, আফশোস নেই বিরোধীদের


নিজস্ব প্রতিনিধিঃ বুধবার পুরভোটের ফলাফল আগে থেকেই নির্ধারিত ছিল। বিরোধী শূন্য পুরসভা দখলের পথে তৃনমূল কংগ্রেস। উৎসাহ নেই শিল্পাঞ্চলের সাধারণ মানুষের। অবশ্য তারা একটু আতঙ্কে আছে। ফল বেরোনোর পর মারধর, বাড়ি ভাঙচুর এসব দৃশ্য যেন না দেখতে হয়।

এখানো পর্যন্ত গননার যা ট্রেন্ড বিরোধী প্রার্থীরা কোথাও এগিয়ে নেই। বিশেষ করে ব্যারাকপুর শিল্পাঞ্চলে কোনো পুরসভায়ই বিরোধী একজনও খাতা খুলতে পারেনি। যদিও আফশোস নেই বিরোধীদের। তাঁরা ভোটের দিনই তাঁদের ভাগ্যের কথা জানিয়ে দিয়েছিলেন। 

কার্যত নিয়মরক্ষার গননা কেন্দ্রে এসে তাঁরা উপস্থিতি জানান দিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃনমূল লক্ষ্যে পুরদমে সফল। কিন্তু কত শতাংশ মানুষকে তারা পাশে পেয়েছে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কেননা, নির্বাচনের দিন বুথে বুথে যথেচ্ছ ছাপ্পা ভোটের যে ছবি সংবাদ মাধ্যমে ধরা পড়েছে তা থেকে আশঙ্কার মেঘ রয়েই যাচ্ছে।

No comments:

Post a Comment