Saturday, January 8, 2022

কামারহাটিতে দোকানে ঢুকে স্বর্নব্যবসায়ীর ভাইকে গুলি দুষ্কৃতীদের


নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ ডাকাতি করতে এসে বাঁধা পেয়ে সোনার দোকানের মালিকের ভাইকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে বেলঘড়িয়া থানার কামারহাটির এম এম  সাকুর রোডের একটি সোনার দোকানে। গুলিতে জখম ২৫ বছরের রাহুল গুপ্তা হাসপাতালে চিকিৎসাধীন। 

অভিযোগ, এদিন বিকেলে ক্রেতা সেজে দুই দুষ্কৃতী মোটর বাইকে চেপে আসে। সেসময় দোকানে রাহুল একাই ছিল। ক্রেতা সেজে দোকানের ভেতর ঢোকে। বাঁধা পেয়ে অপারেশন সফল করতে না পেরে ক্ষোভে রাহুলকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। গুলিতে গুরুতর জখম রাহুলকে প্রথমে কামারহাটির সাগরদত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

পরে তাকে বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু ওই হাসপাতাল থেকে বলা হয়, এখানে চিকিৎসক নেই। এরপর ক্ষিপ্ত জনতা ওই বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালায় বলে অভিযোগ। 

উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে আসে বেলঘড়িয়া থানার পুলিশ। এরপর আক্রান্ত যুবককে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, দুটি গুলি রাহুলের হাতে এবং একটি গুলি পিঠের ডানদিকের নীচে লাগে। 

প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় স্তম্ভিত  কামারহাটির এম এম সাকুর রোডের ব্যবসায়ী ও বাসিন্দারা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক কর্তা জানান, এদিন বিকেল ৪-৩০ নাগাদ কামারহাটির একটি জুয়েলারী শপে এক যুবককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে। আক্রান্ত যুবক হাসপাতালে ভর্তি এবং সুস্থ আছেন। সূত্র বলছে, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে

No comments:

Post a Comment