নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে বীজপুরের হালিসহরে সিপিএমের প্রাক্তন কাউন্সিলর দল ছাড়ছেন। সূত্র মারফত জানা গেছে, শুক্রবারই তিনি তৃনমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন। প্রাক্তন কাউন্সিলর শম্ভুনাথ ঘোষ ওরফে বাপী নামেই পরিচিত। হালিসহর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে প্রসাদনগর এলাকার বাসিন্দা। তিনি ওই ওয়ার্ড থেকে দুবার সিপিএমের হয়ে নির্বাচনে দাঁড়িয়ে কাউন্সিলর হয়েছিলেন।
বাম আমলে নতুন মুখ হিসেবে সিপিএম তাঁকে কাজে লাগিয়ে সাফল্য পায়। ক্ষমতা হারিয়ে সিপিএম এলাকায় তার ওপরই সংগঠনের কাজে আস্হা রেখেছিল। এহেন পার্টি সদস্যের দলত্যাগে অনেকটাই সংগঠনে ধাক্কা খাবে সিপিএম।
বিধানসভা নির্বাচনের আগে থেকেই ওই কাউন্সিলরকে ঘিরে জল্পনা ছিল। বোধহয় তিনিও জল মাপছিলেন ভোটের ফলাফলে। শেষে তৃতীয় বারের জন্য তৃনমূল ক্ষমতা ফিরে পেতেই সম্ভবনা উজ্জ্বল হল। যদিও বাম অধ্যুষিত ওয়ার্ডটিতে তাঁর দলবদল অনেকেই ভালো ভাবে নিচ্ছেন না।
No comments:
Post a Comment