Monday, March 29, 2021

নিমতায় সেই নির্যাতিতা বৃদ্ধার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ বিজেপির

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ অবশেষে মৃত্যু হল উত্তর ২৪ পরগনার নিমতার নির্যাতিতা বৃদ্ধা শোভারানী মজুমদারের। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাতে নিমতা থানার উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাটনা ঠাকুরতলায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন বিজেপি কর্মী গোপাল মজুমদার ও তার ৮০ বছরের বৃদ্ধা মা শোভারানী মজুমদার। অভিযোগের তির ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই। ঘটনার পর জখম বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। মাসখানেক হাসপাতালে থাকার পর চারদিন আগে তাকে বাড়ি এনে চিকিৎসা করানো হচ্ছিল। সোমবার ভোরে তাঁর  মৃত্যু হয়। এরপর উত্তেজনা ছড়ায় উত্তর দমদম পুর এলাকায়। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপির তরফে ধিক্কার মিছিল করা হয়। বেলার দিকে নিমতা থানার সামনে অবস্থান বিক্ষোভ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকেরা। সেই বিক্ষোভে যোগ দেন উত্তর দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা: অর্চনা মজুমদার এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। 
বৃদ্ধার মৃত্যুর সঠিক তদন্তের দাবি করেন অর্চনা দেবী। অন্যদিকে  রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, অপরাধীদের বিরুদ্ধে পুলিশ জামিন যোগ্য ধারায় মামলা করেছিল। ফলে সকলেই জামিন পেয়ে গিয়েছিল। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ৭২ ঘন্টার মধ্যে পাঁচজন অপরাধীকে গ্রেপ্তার না করা হলে নির্বাচন কমিশনের সামনে ধরনায় বসা হবে। সন্ধ্যায় বিজেপি প্রার্থী ডাঃ অর্চনা মজুমদার কর্মী-সমর্থকদের নিয়ে এলাকায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিল করেন।

No comments:

Post a Comment