Tuesday, March 23, 2021
তোলাবাজি, সিন্ডিকেটরাজ কামারহাটি থেকে দূর করার কথা বললেন বিজেপি প্রার্থী রাজু বন্ধ্যোপাধ্যায়
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ বিজেপি ক্ষমতায় এলে কামারহাটিতে তোলাবাজি, গুন্ডারাজ ও সিন্ডিকেটরাজের অবসান হবে। মঙ্গলবার সকালে আদ্যাপীঠ ফেরিঘাটের সামনে থেকে বর্ণাঢ্য পদযাত্রায় যোগ দিয়ে এমনটাই দাবি করলেন কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। প্রচারে বেরিয়ে মানুষের ভালোবাসায় আপ্লুত রাজু। এদিন ভোট প্রচারে বেরিয়ে তিনি বলেন, খেলা তো শেষ হয়ে গিয়েছে। এবার কামারহাটিতে পদ্ম ফুটছে। তৃণমূল প্রার্থী মদন মিত্রকে কটাক্ষ করে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় বললেন, মশলা নিয়ে উনি উড়িষ্যার ভুবনেশ্বর জেলে যাবেন, কিংবা প্রেসিডেন্সি জেলে যাবেন কিনা সেটা অবশ্য তার জানা নেই।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
-
নিজস্ব প্রতিনিধিঃ কিছুদিন যাবৎ ব্যারাকপুরের আকাশে রাজনীতির কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। গর্জন-তর্জন কখনো ঝিরি ঝিরি কখনো আবার এক পশল...
No comments:
Post a Comment