Saturday, March 20, 2021

পাড়ায় পাড়ায় পিসির ভাইপোরা লুটেপুটে খাচ্ছেঃ সন্ময় ব্যানার্জী

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ শুধু কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ভাইপো নয়, পাড়ায় পাড়ায় গজিয়ে ওঠা পিসির ভাইপোরা লুটেপুটে খাচ্ছে।  শনিবার সকালে রক্ষাকালিতলা মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে বেরিয়ে এভাবেই মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন পানিহাটি কেন্দ্রের  বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়। তার দাবি,  বাংলায় এবার পরিবর্তন নিশ্চিত। হুইল চেয়ারে বসে নাটক করে মানুষের সহানুভূতি আদায় সম্ভব নয়। কারন, বাংলার মানুষ ওকে বিশ্বাস করেনা। ভোটে জিতে উন্নয়ন প্রসঙ্গে তিনি বললেন, বর্ষায় জমাজল থেকে পানিহাটিকে মুক্তি দিতে হবে। 
পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালকে উন্নত মানের হাসপাতাল করতে হবে। জঞ্জালনগরী থেকে  পানিহাটিকে মুক্ত করতে হবে।

No comments:

Post a Comment