Friday, March 19, 2021

ব্যারাকপুরের বিজেপি প্রার্থী মনীশের পিতা চন্দ্রমনি শুক্লা

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ  রাজনীতির আঙিনায় পা রাখা তার অপছন্দ। তবুও একপ্রকার বাধ্য হয়েই রাজনীতিতে পদার্পন করলেন। বৃহস্পতিবার বিকেলে প্রার্থী ঘোষণার পর এমনটাই খোলামেলা বললেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রমনি শুক্লা। প্রয়াত পুত্র আইনজীবী তথা বিজেপি নেতা মনীশ শুক্লার অসম্পূর্ণ কাজগুলো পূরণ করা চন্দ্রমনি বাবুর একমাত্র লক্ষ্য। পাশাপাশি তিনি এও জানালেন, বন্ধ কলকারখানাগুলো খোলার চেষ্টা করবো। মানুষের চাহিদা বুঝে উন্নয়ন করবো। উল্লেখ্য, মানুষের সেবায় মনীশের হাতে তৈরি হয়েছিল স্বেচ্ছাসেবী সংস্থা 'সৃষ্টি'। সৃষ্টির মূল লক্ষ্য ছিল অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। কিন্তু মনীশের মৃত্যুর পর সৃষ্টির কাজকর্ম বন্ধ হতে বসেছিল।
 ব্যারাকপুরের বিজেপি নেতা মিলন কৃষ্ণ আঁশ বলেন, সৃষ্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। এখনও মনীশের কথা মনে এলে চোখে জল নেমে আসে। তাই চন্দ্রমনি শুক্লার হাত ধরে সৃষ্টিকে বাঁচিয়ে তোলা হবে। সৃষ্টির কাজের মাধ্যমেই মনীশ আমাদের মধ্যে বেঁচে থাকবে।

No comments:

Post a Comment