Wednesday, March 17, 2021

প্রাথমিকে দ্রুত নিয়োগের দাবিতে পদপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ বারাসাতে

নিজস্ব প্রতিনিধিঃ এবার প্রাথমিকে নিয়োগ দ্রুত সম্পন্ন করতে অবস্থান বিক্ষোভ বারাসাতে। ২০০৯ সালের ১০ ফেব্রিয়ারি প্রকাশিত প্যানেল অনুযায়ী এখনও নিয়োগপত্র হাতে পাননি উত্তর ২৪ পরগনা জেলার প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীরা। দ্রুত নিয়োগের দাবিতে বুধবার বারাসাতে ডিস্ট্রিক্ট প্রাইমারী স্কুল কাউন্সিল অফিসের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করল। বিক্ষোভকারীদের অভিযোগ, ২০০৯ সালের ১০ ফেব্রুয়ারি প্রকাশিত প্যানেলের সফলকারীদের এখনও নিয়োগ করা হল না। অথচ ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত প্যানেলের সফল প্রার্থীদের নিয়োগপত্র হাতে হাতে দেওয়া হল। আন্দোলনকারীদের দাবি, দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। 
সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের নির্দেশ অমান্য করা চলবে না। বিভিন্ন অজুহাত দেখিয়ে নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে দেওয়া যাবে না।

No comments:

Post a Comment