Monday, January 11, 2021

বিজেপির কার্যালয় দখলের চেষ্টা নৈহাটিতে


নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির কার্যালয় দখলের চেষ্টার অভিযোগে উত্তপ্ত নৈহাটি। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নৈহাটি পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর বিজয় নগরে। বিজেপির যুব মোর্চার নেতা সুকুমার চৌধুরী বলেন, মধ্য রাতে দলীয় কার্যালয়ের পতাকা নামিয়ে ফেলে দিয়ে সেখানে তৃনমূলের পতাকা টাঙিয়ে দেওয়া হয়। বিজেপির ব্যানার, হোডিং ছিড়ে মাটিতে ফেলে দেয়। কার্যালয়ের সামনে লাইটও ভেঙে দেয় দুষ্কৃতীরা। বিজেপির অভিযোগ, তৃনমূল দুষ্কৃতীদের দিয়ে রাতের অন্ধকারে দলীয় কার্যালয়টি দখল নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সকাল হতেই ব্যর্থ হয়। দলীয় কর্মীরা জড়ো হয়ে প্রতিবাদে সরব হয়। যদিও তৃনমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি ঘুরে দেখে।

No comments:

Post a Comment