Monday, January 11, 2021

কল্যাণ ব্যানার্জিকে চ্যালেঞ্জ অর্জুনের

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ  শনিবার রাতে জগদ্দলের গোলঘর পার্কে এক সভায় তৃনমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি সাংসদ অর্জুন সিংকে হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রীরামপুরে গিয়ে মস্তানি করলে হাত ভেঙে দেব। এর জবাবে রবিবার সকালে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন  সাংসদ অর্জুন সিং। এদিন সকালে জগদ্দলের গোলঘরে চায়ে পে চর্চা অনুষ্ঠানে হাজির হয়ে সাংসদ অর্জুন সিং বললেন, পার্টির কাজে প্রায়শই শ্রীরামপুরে যাই। দেখা যাবে কে কার হাত ভাঙে। সরকারে থেকে অনেক বড় বড় কথা বলা যায়। সরকার থেকে বেরিয়ে গিয়ে বলুক, তাহলে বুঝব ওনার ক্ষমতা। এদিন সাংসদ অর্জুন সিংয়ের কড়া জবাব দিয়ে বলেন, ওনার নেত্রী মমতা ব্যানার্জি তার কিছুই করতে পারলেন না। আর মদ্যপান পান করে মঞ্চে নাচা-গানা করা কল্যাণ ব্যানার্জি কি করবেন। এদিনের চায়েপে চর্চা অনুষ্ঠানে হাজির ছিলেন ভাটপাড়া মন্ডল-২ ও ৩ সভাপতি যথাক্রমে বিশ্বজিৎ মিশ্র ও মহেশ সাউ, শ্রমিক নেতা লালবাবু প্রসাদ, অরুন সিং, সুবাই দাস, বিজয় পান্ডে, নিয়ামুল হক, পিন্টু সিং, রাজ বিশ্বাস, মহিলা মোর্চার চৈতালি ভট্টাচার্য, সৌমি দে, অরুন সাউ, গোপাল চক্রবর্তী, উত্তম সাউ  প্রমুখ।

No comments:

Post a Comment