Thursday, February 29, 2024

চোঙ বেজে চলেছে মুচকি হাসছে অর্জুন


নিজস্ব প্রতিনিধিঃ সন্দেশখালিতে শেখ শাহজাহান ধরা পরলেও তৃণমূল দল অনেকটাই ব্যাকফুটে। এই মুহূর্তে ড্যামেজ কি করে মেরামতি হবে সেই নিয়ে চিন্তায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এভাবে দলের মুখ পোড়ায় নেত্রীর নজরে বেশকিছু নেতা। 

পাশাপাশি ব্যারাকপুর শিল্পাঞ্চলেও দলের বিশৃঙ্খলা বাড়ছে। কি না ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিংকে উদ্দেশ্য করে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছেন দলের দুই বিধায়ক। 

সূত্রের দাবি, তাঁরা সাংসদকে কিছুতেই মেনে নিতে পারছেন না। অথচ অর্জুন সিংকে দলে নিয়ে এসেছেন স্বয়ং সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক বিধায়ক বলছেন, 'বাঘ মফঃস্বলে কি করে থাকে। খাচায় পুরে বন দফতরের হাতে তুলে দেওয়া হবে'। অপর বিধায়কতো মাথা নিচু করে অর্জুন দলে ঢুকেছেন এই কাটা রেকর্ড বাজিয়ে চলেছেন। 
অনেকটা মাইকের চোঙ হিসেবে ওই দুই বিধায়ক নিজেদের বিধানসভার দুই প্রান্তে চোঙা ফুঁকে চলেছেন। যদিও এঁদের কোনো কথার পাত্তা দিচ্ছেন না অর্জুন সিং। বরং মুচকি হাসছেন।

প্রথমে 'নৈহাটীর এক ওষুধের দোকান থেকে ইঞ্জেকশন নিয়ে পোল্ট্রি মুরগী চেঁচাচ্ছে' এই ধরনের টিপ্পনিতে তোলপাড় করে দিয়েছিলেন সাংসদ। পরে তিনি দলের অনুশাসন মেনে চুপ করে গেছেন। 

কিন্তু সাংসদ অনুগামীদের কথায়, দুটি চোঙ বেজেই চলেছে। ব্যারাকপুরের দিকে দিকে  পুরনো তৃণমূল কর্মীরা তাই কটাক্ষ করে বলছেন, দল অর্জুন সিংকে লোকসভায় প্রার্থী করলে দেখবেন চোঙ আছে, পেছনের তার উধাও।

No comments:

Post a Comment