Monday, January 8, 2024

বিজেপির প্রার্থী কি দীনেশ জোর জল্পনা ব্যারাকপুরে

বিল্টু কাশ্যপঃ প্রায় দু'বছর রাজনীতি থেকে নিজেকে অন্তরালে রাখলেও লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের ময়দানে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। রবিবার আচমকা নৈহাটির বড়মা মন্দিরে পুজো দিতে দেখা গেল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে। যদিও মন্দিরের কাছেপিঠে দেখা যায়নি গেরুয়া শিবিরের বড়সড় নেতৃত্বকে। 

 বিকেলে শিউলি পঞ্চায়েতের গণেশপুরে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে অন্নকূট উৎসবের মঞ্চে বিজেপির জেলা সভাপতির পাশে দেখা গিয়েছে এই প্রাক্তন সাংসদকে। খোলস থেকে বেরিয়ে ফের ব্যারাকপুর কেন্দ্রে জনসংযোগ করতেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে দীনেশ বাবুকে নিয়ে। 

যদিও ভোটে ফের লড়ছেন কিনা, তা নিয়ে জল্পনা কিন্তু জিইয়ে রেখেছেন প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী। নির্ভরযোগ্য সূত্র বলছে, ব্যারাকপুর সংগঠনিক জেলার প্রাক্তন এক জেলা সম্পাদক এবার কমিটিতে জায়গা পায়নি। ফলে বর্তমান জেলা সভাপতির সঙ্গে তাঁর কাজিয়া তুঙ্গে। 

সূত্র বলছে, বর্তমান জেলা সভাপতির গোষ্ঠীকে চাপে রাখতেই সুকৌশলে দীনেশ ত্রিবেদীকে ময়দানে নামাচ্ছেন বিরোধী গোষ্ঠী। শুধু তাই নয় শাসকদলের 'এক্সিডেন্টাল'-সহ একাংশ বিজেপির ক্ষমতাহীন গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে মনেপ্রাণে দীনেশ ত্রিবেদীকে প্রার্থী হিসেবে চাইছে। 

সূত্র জানাচ্ছে, শ্রমিক মহল্লার জনতা দীনেশ বাবুর ওপর খুশি নন। কেননা বহু বছর ধরে বন্ধ থাকা গৌরীপুর জুটমিল কিংবা পেপার মিলের চাবি তাঁর কাছে আছে বলে ২০০৯ সালে ভোট বৈতরনী তিনি পেরিয়েছিলেন। 

পরবর্তীতে রুগ্ন নৈহাটি-গৌরীপুর শিল্পতালুক-সহ এই কেন্দ্রের অন্যান্য শিল্পতালু চাঙ্গা করার আশ্বাস দিয়ে ২০১৬ সালের নির্বাচনেও জিতেছিলেন। কিন্তু ২০১৯ এর নির্বাচনে বাহুবলী অর্জুন সিংয়ের কাছে তিনি পরাস্ত হলেন। সেবারও তিনি শাসকদলের প্রার্থী ছিলেন। 

দলের একাংশের মতে, শাসকদলের প্রার্থী হয়েও উনি অর্জুন সিং-কে হারাতে ব্যর্থ হয়েছেন। তৎকালীন সময়ে শাসকদলের বাঘা বাঘা নেতারা ওনার সঙ্গে ছিলেন। এখন ওনাকে শাসকদলের একাংশ পিছন থেকে মদত জোগাচ্ছে। 

তবুও লড়াই ভীষণ কঠিন। ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্রের নামও কানাঘুষো শোনা যাচ্ছে। কিন্তু ২০১৬ কিংবা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নৈহাটি কেন্দ্রে সেভাবে দাঁত ফোটাতে পারেনি গেরুয়া শিবিরের এই নেত্রী। তবুও আন্দোলনের মুখ হিসেবে অনেকেই ফাল্গুনী দেবীকেও প্রার্থী   হিসেবে চাইছেন। 

তবে প্রার্থী হিসেবে জোর চর্চা চলছে যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারীর নাম। লড়াকু ইমেজের না হলেও, ব্যক্তিগত ইমেজ বেশ ভালো উত্তমের। তিনি আবার কলেজের অধ্যাপকও বটে। বেশ কিছুদিন হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণপ্রান্তের সম্পাদকও ছিলেন। 

একটা সময় হিন্দু জাগরণ মঞ্চে থাকার সুবাদে আরএসএস সংগঠনের সঙ্গে উত্তম অধিকারীর যোগাযোগ রয়েছে। অধ্যাপক হবার কারনে জেলা সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাও রয়েছে। স্বভাবতই  তরুণ ব্রিগেডের উত্তমকেও প্রার্থী হিসেবে চাইছেন দলের একাংশ। 

সবমিলিয়ে ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী হবার ক্ষেত্রে তালিকা ক্রমশঃ বাড়ছে। ব্যারাকপুর কেন্দ্রে গেরুয়া মুকুট অবশেষে কার মাথায় ওঠে, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।

No comments:

Post a Comment