Saturday, October 8, 2022

নৈহাটিতে বিজেপি নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির জেলা কমিটির নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ উঠল নৈহাটিতে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নৈহাটির নদীয়া জুটমিলের কাছে। আক্রান্ত ব্যক্তি বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদিকা শম্পা দে সরকারের স্বামী সৌমেন সরকার ওরফে নাচু। 

বিজেপি নেত্রীর অভিযোগ, তাঁর স্বামী নদীয়া জুটমিলের কাছে বটগাছের বেদিতে বসেছিল। সেসময় তৃণমূলের বাহিনী এসে অতর্কিতে রড, লাঠি দিয়ে তার ওপর হামলা চালায়। এমনকি বাহিনীর এক কেষ্ট হুমকি দিয়ে বলে বাড়ির বাইরে বেরোবি না। 

শম্পা দেবীর আরো অভিযোগ, রাতে হাসপাতাল থেকে স্বামীকে নিয়ে থানায় গেলে পুলিশ অভিযোগ নেয়নি। যদিও তৃনমূল নেতৃত্ব অভিযোগ উড়িয়ে দিয়েছে।

No comments:

Post a Comment