Saturday, October 29, 2022

নৈহাটিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার মধ্যেই বিজেপির দুই মহিলা কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটিতে কালীপুজোর রাতে আক্রান্ত বিজেপির দুই মহিলা কর্মী। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। অস্বীকার শাসকদলের। আক্রান্ত বিজেপির ব্যারাকপুর জেলা মহিলা মোর্চার সম্পাদিকা অনিন্দিতা সরকার ও নৈহাটি মন্ডলের সম্পাদিকা মৌসুমী বাউল। 

শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎপৃষ্ট হয়ে জয়দেব মন্ডলের মৃত্যুর ঘটনা নিয়ে পুরসভার মধ্যে মাতৃসদনের সামনে বিক্ষোভ  চলছিল। তারা সেখানে দেখতে হাজির হয়েছিলেন। অভিযোগ, সেসময় তৃণমূলের একদল ছেলে তাদেরকে ঘিরে ধরে মোবাইল কেড়ে নিয়ে ভেঙে দেয়। তারপর চুলের মুঠি ধরে মারধর করে। এরপর পুরসভার মার্কেট কমপ্লেক্সের ভিতর দিয়ে জান মহম্মদ ঘাট রাস্তা ধরে তাদেরকে ধাওয়া করে বাহিনী। 

ঘটনা নিয়ে বিজেপির পক্ষ থেকে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই নিয়ে তৃণমূল নেতা তথা পুর পারিষদ পার্থপ্রতিম দাশগুপ্ত বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পুরসভা বন্ধ ছিল। ওখানে তৃনমূলের কেউ ছিল না। সবাই গঙ্গার ঘাটে বিসর্জন নিয়ে ব্যস্ত ছিল।

Saturday, October 8, 2022

নৈহাটিতে বিজেপি নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির জেলা কমিটির নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ উঠল নৈহাটিতে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নৈহাটির নদীয়া জুটমিলের কাছে। আক্রান্ত ব্যক্তি বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদিকা শম্পা দে সরকারের স্বামী সৌমেন সরকার ওরফে নাচু। 

বিজেপি নেত্রীর অভিযোগ, তাঁর স্বামী নদীয়া জুটমিলের কাছে বটগাছের বেদিতে বসেছিল। সেসময় তৃণমূলের বাহিনী এসে অতর্কিতে রড, লাঠি দিয়ে তার ওপর হামলা চালায়। এমনকি বাহিনীর এক কেষ্ট হুমকি দিয়ে বলে বাড়ির বাইরে বেরোবি না। 

শম্পা দেবীর আরো অভিযোগ, রাতে হাসপাতাল থেকে স্বামীকে নিয়ে থানায় গেলে পুলিশ অভিযোগ নেয়নি। যদিও তৃনমূল নেতৃত্ব অভিযোগ উড়িয়ে দিয়েছে।