Tuesday, August 2, 2022

জগদ্দলে দুষ্কৃতীদের গুলিতে আহত মহিলা সহ সাংসদ ঘনিষ্ঠ তৃণমূল নেতা


নিজস্ব প্রতিনিধিঃ দুষ্কৃতীদের গুলিতে আহত এক মহিলা-সহ সাংসদ অর্জুন ঘর্নিষ্ঠ তৃণমূল নেতা। মঙ্গলবার ভরসন্ধেয় ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মোমিনপাড়ায়। 

দুষ্কৃতীদের ছোড়া গুলি তৃণমূল নেতা জব্বার আনসারির বুক ছুঁয়ে চলে যায়। আরেকটি গুলি লেগেছে মহিলার পায়ে। আহত দুজনকে আনা হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে।

 আক্রান্ত জব্বার আনসারির অভিযোগ, বাড়ির কাছেই বাদলা আনসারি, আরমান ও মুক্তার তাকে লক্ষ্য করে গুলি চালায়। ধাক্কা মারলে গুলি তার বুক ছুঁয়ে চলে যায়। ঘটনার পর তীব্র উত্তেজনা ছড়ায় মোমিন পাড়ায়। ঘটনায় জড়িতদের পুলিশ খোঁজ চালাচ্ছে।

No comments:

Post a Comment