Monday, August 29, 2022

পূর্ব রেলওয়ে বোর্ডের সদস্য পদ পেলেন রূপক মিত্র


নিজস্ব প্রতিনিধিঃ ব্যারাকপুর সংসদীয় কেন্দ্র থেকে রেল বোর্ডের সদস্য হলেন রূপক মিত্র। তিনি বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি পদে রয়েছেন। 

ব্যারাকপুর কেন্দ্র থেকে বিজেপির সাংসদ হিসেবে জয়ী হয়েছিলেন দাপুটে নেতা অর্জুন সিং। মাস দুয়েক আগে তিনি বিজেপি ছেড়ে তাঁর পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন। বিজেপিতে থাকাকালীন সাংসদ মনোনীত রেল বোর্ডের সদস্য হয়েছিলেন প্রয়াত মনীশ শুক্লা। 

এবার বিজেপি নেতা রুপক মিত্রকে মনোনিত করেছেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। পূর্ব রেলের ডেপুটি ম্যানেজার রূপক মিত্রকে চিঠি দিয়ে পূর্ব রেলওয়ে বোর্ডের সদস্য পদ মনোনয়নের বিষয়টি জানিয়েছেন।

Tuesday, August 2, 2022

জগদ্দলে দুষ্কৃতীদের গুলিতে আহত মহিলা সহ সাংসদ ঘনিষ্ঠ তৃণমূল নেতা


নিজস্ব প্রতিনিধিঃ দুষ্কৃতীদের গুলিতে আহত এক মহিলা-সহ সাংসদ অর্জুন ঘর্নিষ্ঠ তৃণমূল নেতা। মঙ্গলবার ভরসন্ধেয় ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মোমিনপাড়ায়। 

দুষ্কৃতীদের ছোড়া গুলি তৃণমূল নেতা জব্বার আনসারির বুক ছুঁয়ে চলে যায়। আরেকটি গুলি লেগেছে মহিলার পায়ে। আহত দুজনকে আনা হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে।

 আক্রান্ত জব্বার আনসারির অভিযোগ, বাড়ির কাছেই বাদলা আনসারি, আরমান ও মুক্তার তাকে লক্ষ্য করে গুলি চালায়। ধাক্কা মারলে গুলি তার বুক ছুঁয়ে চলে যায়। ঘটনার পর তীব্র উত্তেজনা ছড়ায় মোমিন পাড়ায়। ঘটনায় জড়িতদের পুলিশ খোঁজ চালাচ্ছে।