নিজস্ব প্রতিনিধিঃ ব্যারাকপুর সংসদীয় কেন্দ্র থেকে রেল বোর্ডের সদস্য হলেন রূপক মিত্র। তিনি বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি পদে রয়েছেন।
ব্যারাকপুর কেন্দ্র থেকে বিজেপির সাংসদ হিসেবে জয়ী হয়েছিলেন দাপুটে নেতা অর্জুন সিং। মাস দুয়েক আগে তিনি বিজেপি ছেড়ে তাঁর পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন। বিজেপিতে থাকাকালীন সাংসদ মনোনীত রেল বোর্ডের সদস্য হয়েছিলেন প্রয়াত মনীশ শুক্লা।
এবার বিজেপি নেতা রুপক মিত্রকে মনোনিত করেছেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। পূর্ব রেলের ডেপুটি ম্যানেজার রূপক মিত্রকে চিঠি দিয়ে পূর্ব রেলওয়ে বোর্ডের সদস্য পদ মনোনয়নের বিষয়টি জানিয়েছেন।