Sunday, March 14, 2021

বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে হামলায় অভিযুক্ত তৃণমূল পানিহাটিতে

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ নির্বাচন ঘোষণা হবার পরও রাজনৈতিক হিংসা অব্যাহত বাংলায়। শনিবার রাতে খড়দা থানার পানিহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের এঙ্গেলস নগরে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তান্ডব চালালো একদল দুষ্কৃতী। হামলায় আক্রান্ত ৬৩ বছরের গৃহকর্ত্রী সুধা মালাকার। তান্ডব ঠেকাতে গিয়ে আক্রান্ত আরেক বিজেপি কর্মী ৬১ বছরের তাপস বল। জানা গিয়েছে, আক্রান্ত সুধা দেবীর বউমা রমা মালাকার পানিহাটি-২ মন্ডলের মহিলা মোর্চার সহ-সভানেত্রী। রমা দেবী জানান, অনুমতি ছাড়াই তাদের বাড়ির দেওয়ালে তৃণমূল পোষ্টার মেরেছে।  সেই পোষ্টার কে বা কারা ছিঁড়ে দিয়েছে। তাঁর অভিযোগ, তৃণমূলের দলবল বাড়িতে এসে  তাদেরকে পোষ্টার ছেড়ার দোষারোপ করে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গেট ভেঙে ভেতরে ঢুকে তান্ডব চালায়। শ্বাশুড়িকে ওরা মারধোর করে। ঘটনায় ভীত হয়ে শ্বাশুড়ি হৃদরোগে আক্রান্ত হন। তাকে প্রথমে পানিহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ এবং পরে পার্ক সার্কাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আক্রান্ত বিজেপি কর্মী ৬১ বছরের তাপস বল কলকাতার মল্লিক বাজারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
 আক্রান্তের পরিবার রবিবার  খড়দা থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা প্রবীর ব্যানার্জি বলেন, বহিরাগতরা এলাকায় ঢুকলে উত্তেজনার সৃষ্টি হয়। তবে ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নেই। বিজেপি তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে প্রচার চালাচ্ছে।

No comments:

Post a Comment