Monday, September 5, 2022

ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূল নেতাদের জমি, ফ্ল্যাট, হোটেল, বার, রিসোর্ট ও নারী কাহিনী এখন কর্মীদের মুখে মুখে /২

নিজস্ব প্রতিনিধিঃ টাকার পাহাড়ে শুয়ে তৃনমূল নেতারা। পার্থ-অর্পিতা কান্ড সামনে আসতেই এতদিনের বুক চাপা কথাগুলো কর্মীরা খুল্লামখুল্লা উগরে দিচ্ছে। 

ব্যারাকপুর শিল্পাঞ্চলে পুরসভার এক নেতা কেমন করে ফুলে ফেঁপে উঠল তার কাহিনী এখন স্যোসাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সেই নেতা অতীতে গাড়ি চালক হিসেবে জীবন শুরু করেছিলেন। মাত্র এগারো বছরে রাজনীতি তাঁকে শীর্ষে পৌঁছে দিয়েছে । সূত্র বলছে, কি ব্যবসা নেই তাঁর ?
 ঠিকাদারি, সিমেন্টের ডিলার, ডাম্পার সহ একাধিক গাড়ি, স্কুলের ব্যবসা থেকে ওষুধের দোকান রয়েছে। 

সূত্রের খবর, দুটি চিটফান্ড সংস্থা নৈহাটি ও তার পার্শ্ববর্তী বিস্তীর্ন অঞ্চল জুড়ে মানুষের প্রচুর টাকা নিয়ে পালিয়ে যায়। তার মধ্যে প্রয়াগ নামক একটি চিটফান্ড সংস্থার বিশাল জমি ও বোতল বন্দি জলের কারখানা নৈহাটি লাগোয়া মামুদপুরে গড়ে উঠেছিল। যার উদ্বোধন করেছিলেন ইডির হাতে ধৃত জেলবন্দী প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 

এই প্রয়াগ চিটফান্ড সংস্থার সঙ্গে নৈহাটির দুই শাসক নেতার দহরম-মহরম দীর্ঘ সময়ে চর্চায় ছিল। হালিশহরের পুরপ্রধান রাজু সাহানি চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেফতার হতেই ফের জল্পনা বাড়ল। তাহলে এবার কী সিবিআই'র স্ক্যানারে নৈহাটি ?